Saturday, February 5, 2011

'কলকাতা কোলাজ'

যখন তুই অজানার দেশে/একদম একা/
একবার তোকে দেখতে চাইব/
হইত একবার ছুঁতেও চাইবো/আবারও
হারিয়ে যাবার আগেই/রাত পেরিএ সকাল
নামলে/আমার নতুন ভোর তোর
গন্ধ খুঁজবে তখন/তোর ঝকঝকে
মুখটা বেঁধে রাখবে আমাই/যখন
শেষের শুরু হবে/

তোর কানে কানে চুপটি করে/কিছু
না বলা কথা/ভরে দেব সেদিন/
যদিবা তুই রিপিট করিস কখন/
একটা ছোট্ট নৌকো করে/
আমায় একবার সেখানে নিয়ে যাবি না/
আমি জানি তুইও আমার নিশ্বাসে মিশে জেতে চাস/
একটা একলা ঘরে/যখন
শেষের শুরু হবে//

যখন বৃষ্টি নামবে কলকাতা শহরে/
ভেজা পার্ক স্ট্রিট এ/
তোর হাত ধরে/একটু বৃষ্টি মাখবো/
তর ঠোঁট বেয়ে নামবে/
দখিন খোলা হাসি/ জল এর পেটেন্ট তখন/
আকাশ বুঝে নিয়েছে/যখন
শেষের শুরু হবে//

তখন ঘুরবে কলকাতা/ভিক্টোরিয়া/
গড়ের মাথ/নন্দন/গোলপার্ক/
বুকে নিয়ে/বনবন বনবন/
গিরীশ মঞ্চতে কেউ/
তার ক্যানভাস এ কলকাতা কোলাজ/
আঁকবে যখন/
ভেজা দুপুরের ফাকা মেট্রোই/
তুই আমি পাশাপাশি/
শেষের পথে যাবো//

No comments:

Post a Comment