Saturday, February 5, 2011

'কলকাতা কোলাজ'

যখন তুই অজানার দেশে/একদম একা/
একবার তোকে দেখতে চাইব/
হইত একবার ছুঁতেও চাইবো/আবারও
হারিয়ে যাবার আগেই/রাত পেরিএ সকাল
নামলে/আমার নতুন ভোর তোর
গন্ধ খুঁজবে তখন/তোর ঝকঝকে
মুখটা বেঁধে রাখবে আমাই/যখন
শেষের শুরু হবে/

তোর কানে কানে চুপটি করে/কিছু
না বলা কথা/ভরে দেব সেদিন/
যদিবা তুই রিপিট করিস কখন/
একটা ছোট্ট নৌকো করে/
আমায় একবার সেখানে নিয়ে যাবি না/
আমি জানি তুইও আমার নিশ্বাসে মিশে জেতে চাস/
একটা একলা ঘরে/যখন
শেষের শুরু হবে//

যখন বৃষ্টি নামবে কলকাতা শহরে/
ভেজা পার্ক স্ট্রিট এ/
তোর হাত ধরে/একটু বৃষ্টি মাখবো/
তর ঠোঁট বেয়ে নামবে/
দখিন খোলা হাসি/ জল এর পেটেন্ট তখন/
আকাশ বুঝে নিয়েছে/যখন
শেষের শুরু হবে//

তখন ঘুরবে কলকাতা/ভিক্টোরিয়া/
গড়ের মাথ/নন্দন/গোলপার্ক/
বুকে নিয়ে/বনবন বনবন/
গিরীশ মঞ্চতে কেউ/
তার ক্যানভাস এ কলকাতা কোলাজ/
আঁকবে যখন/
ভেজা দুপুরের ফাকা মেট্রোই/
তুই আমি পাশাপাশি/
শেষের পথে যাবো//

'উড়ছিল প্রেম,আমি শুধু ধরেছি'

ঘুমন্ত সভ্যতার দেশে যাবি একবার/
আমার হাত ধরে/
ভেজা দুপুরবেলাই ঘাসের বন গুলোই/
পাশাপাশি শোব/তুই আর আমি/
ট্রেন মিস হবে/ হোক না/
ঝড়-জল-রোদ/সব থাকবে/থাকবে
ঘাপ্টি মারা এক্খানা কুঁড়েঘর/
কুরে কুরে খাব তোকে/ অন্ধকারে/
অথবা হাল্কা ভোরে//

সেদিনের কাগজে একটা হেডলাইন আসবে/
কোন এক মন্দাকিনি তার ভরাট বুক দুটো দেখিয়েছে/
একটা সাদা ভেজা শাড়িতে/
চোখ কচলে কফিহাউস এর মাতালগুলো/
গিলে খাবে/আমি একটু একটু করে কাদা মাখাবো/
পরের পুজো আসতে দেরি নেই বেশি/
আবার ধুনুচি নাচ/আবার ম্যাডক্স স্কোয়ার এর হাতছানি/
মরচে ধরা ঘুমন্ত গোলপোস্ট/
আর তোকে খোঁজা/নগ্নতায়//

সানাই এর শব্দ শুনি রোজ/
পাশের মারেজ হলটাই রোজ কেউ উড়ে পালাই/
আজ তারা সবাই ডেনভারবাসিনি/
শুধু একটা মিষ্টি মেয়ে/আমার হাত ধরে/
মায়াপুর/বোলপুর দেখার জেদ করে/
রোজই/ হলদে দাঁতলা বাউল এই কেন তুই
তৃপ্ত/ কান তুই পালাস না/
ঝাপ্সা হয়ে আসা শুকনো বিকেলগুলোর গন্ধ/
কিছু চিনেবাদাম/আর ভালবাসা ছাড়া
কিছুই ছিল না//